নরওয়ে চ্যাম্পিয়নশিপে জয়ী গুকেশ, সরে দাঁড়ানোর ইঙ্গিত কার্লসেনের, গুকেশের কাছে হারের জের?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  রবিবার নরওয়ে ওপেনে গুকেশের কাছে হার কিছুতেই মানতে পারছেন না ম্যাগনাস কার্লসেন। ক্লাসিক্যাল ফর্ম্যাটে এই প্রথম গুকেশ জয় পেয়েছেন কার্লসেনের বিরুদ্ধে। জেতা ম্যাচ হাতছাড়া করে কার্লসেনের টেবলে চাপড় মারার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্টোদিকে একেবারেই শান্ত ছিলেন গুকেশ। কার্লসেনের আগ্রাসী মনোভাবেও শান্ত থাকাই জবাব ছিল গুকেশের।

সোমবার এই নিয়ে মুখ খুলেছেন কার্লসেন নিজেই। ইঙ্গিত দিয়েছেন ক্লাসিক্যাল চেস থেকে সরে দাঁড়ানোর। এই খবর প্রকাশ্যে আসার পরেই জোর চর্চা শুরু হয়েছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে।