📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রামনবমীর শোভাযাত্রার জন্য কড়া নিরাপত্তা হাওড়া শহর এলাকায়। হাওড়া সিটি পুলিশ ছাড়াও বাইরে থেকেও পুলিশ বাহিনী আনা হচ্ছে। ১ জন আইজি পদের আধিকারিক, ৩ জন ডিআইজি পদের আধিকারিক দায়িত্বে থাকছেন। এছাড়াও, ৬ জন আইসি, ৪০ জন এসআই, ৬০ জন কনস্টেবল, ব়্যাফ ৮০ জন (এর মধ্যে ১০ জন মহিলা), ইএফআর ২০ জন (এর মধ্যে ১০ জন মহিলা) থাকছেন। ১২৫টি সিসিটিভি, ১০টি ড্রোন দিয়ে মুড়ে ফেলা হয়েছে শহর।
রামনবমীর শোভাযাত্রার আগে কড়া নিরাপত্তায় মুড়ছে হাওড়া
