রামনবমীর শোভাযাত্রার আগে কড়া নিরাপত্তায় মুড়ছে হাওড়া

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রামনবমীর শোভাযাত্রার জন্য কড়া নিরাপত্তা হাওড়া শহর এলাকায়। হাওড়া সিটি পুলিশ ছাড়াও বাইরে থেকেও পুলিশ বাহিনী আনা হচ্ছে। ১ জন আইজি পদের আধিকারিক, ৩ জন ডিআইজি পদের আধিকারিক দায়িত্বে থাকছেন। এছাড়াও, ৬ জন আইসি, ৪০ জন এসআই, ৬০ জন কনস্টেবল, ব়্যাফ ৮০ জন (এর মধ্যে ১০ জন মহিলা), ইএফআর ২০ জন (এর মধ্যে ১০ জন মহিলা) থাকছেন। ১২৫টি সিসিটিভি, ১০টি ড্রোন দিয়ে মুড়ে ফেলা হয়েছে শহর।

error: Content is protected !!