দেবাশিসই সভাপতি, মোহনবাগানের সহ-সভাপতি হলেন কুণাল-সৌমিক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এবার মোহনবাগানের নির্বাচন (Mohunbagan Election) নিয়ে কয়েক মাস আগে থেকে যে ধুন্ধুমার শুরু হয়েছিল, তা দেখে মনে হয়েছিল জল অনেকদূর গড়াবে। শেষ পর্যন্ত অবশ্য মধুরেণ সমাপয়েৎই হয়েছে। যুযুধান দুই প্রতিপক্ষ ক্লাব সমর্থকদের আবেগের বিষয়টি মাথায় রেখে এক হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও উদ্যোগী হয়েছিলেন সমস্যা মেটাতে। তাঁর দূত হয়ে মাঠে নেমেছিলেন অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষ। সব মিটে যাওয়ার পর গোষ্ঠ পাল সরণির ক্লাবে এখন বসন্তের আবহ।
নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর শনিবার বাগানের সচিব হয়েছেন সৃঞ্জয় বোস। সেদিন সচিব হিসাবে তাঁর নাম ঘোষণা করেছিলেন মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। সৃঞ্জয় দায়িত্ব নেওয়ার পর এদিন হলনতুন কর্মসমিতির প্রথম বৈঠক। আর সেখানেই ঘোষণা হল ক্লাবের নতুন সভাপতি ও সহ-সভাপতির নাম।