📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মা সারদার জন্মতিথি উপলক্ষে এবছরে পুণ্যার্থীদের জন্য বিশেষ আকর্ষণ থাকছে সারদা মেলায়। পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে আবির্ভাব শ্রী মা সারদা মায়ের। ১৮৫৩ সালে ২২শে ডিসেম্বর জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন মা সারদা দেবী। কামারপুকুরের আদলে এ বার জয়রামবাটি মাতৃ মন্দির সংলগ্ন এলাকায় মা সারদার জন্মতিথিতে উপলক্ষে সারদা মেলার আয়োজন করেছেন স্থানীয় বাসিন্দারা।
জয়রামবাটিতে মা সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে দ্বিতীয় বর্ষের সারদা মেলার সূচনা

