📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চিহ্নিত অযোগ্যদের (Identified Ineligible Teacher) থেকে বেতন ফেরতের বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করেছে, তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
নিয়োগ দুর্নীতির অভিযোগে গত ৩ এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশও দিয়েছিল শীর্ষ আদালত।
এ ব্যাপারে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলাতেই চিহ্নিত অযোগ্যদের থেকে বেতন ফেরতের বিষয়ে রাজ্যকে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাক। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি হবে।
বিচারপতির প্রশ্নের জবাবে স্কুল শিক্ষা দফতরের আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত আদালতকে বলেন, সেবিষয়ে কোনও নির্দেশ আমার কাছে নেই। এরপরই বিচারপতি প্রশ্ন তোলেন, ‘তার মানে, গ্রহনযোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত না নেওয়া পর্যন্ত আপনারা বেতন ফেরত দেওয়ার বিষয়ে আদালতকে জানাবেন না! তাইতো ?”
বিচারপতির এহেন প্রশ্নের মুখে স্কুল শিক্ষা দফতরের আইনজীবী বলেন, “না না, সেরকম কোনও বিষয় নেই।” এরপরই আগামী সোমবারের মধ্যে রাজ্যকে এ ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলেন বিচারপতি।
একই সঙ্গে আদালত অবমাননার মামলা প্রসঙ্গে স্কুল শিক্ষা দফতরের আইনজীবীর দাবি, এই মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। যেহেতু সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে ওপর কিছু রদবদল করেছে তাই যদি আদালত অবমাননার মামলা করতে হয় সেটা সুপ্রিম কোর্টেই করতে হবে। বিচারপতিও মামলাকারীদের উদ্দেশে বলেন, সুপ্রিম কোর্ট যখন কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর কিছু পরিবর্তন করেছে, তখন কি আদালত অবমাননার মামলা এই আদালতে হতে পারে?