চারু চন্দ্র কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হল – যুব সংবাদ @ ২০৪৭

নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতার চারু চন্দ্র কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘পঞ্চ প্রাণ’-বিষয়ক এক প্রতিযোগিতা ও আলোচনা সভা। উন্নত ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রকের অন্তর্গত জাতীয় সেবা প্রকল্প সারা দেশ জুড়ে প্রধানমন্ত্রীর ‘পঞ্চ প্রাণ’ অর্থাৎ যে পাঁচটি অঙ্গীকারের কথা বলেছেন, সেই বার্তা দেশের যুব সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ করছেন। এদিনের অনুষ্ঠানে কলকাতার তেরোটি কলেজের পড়ুয়ারা অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – চারুচন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপিকা অনুরাধা ঘোষ, জাতীয় সেবা প্রকল্পের রাজ্যের প্রধান বিনয় কুমার, বিশিষ্ট সমাজকর্মী রঘুমণি চট্টোপাধ্যায় ও অধ্যাপক প্রদিপ্ত রায় সহ আরও অনেকে।

এই অনুষ্ঠানে ৩২ জন ছাত্র ছাত্রীদের আলোচনায় উঠে আসে কিভাবে আমাদের দেশ এক উন্নত ভারত হয়ে উঠতে পারে। একমাত্র উন্নত ভাবনার মাধ্যমেই, এই পরিবর্তন আনা সম্ভব। বিষয় ভিত্তিক আলোচনায় প্রথম হয় সুরেন্দ্রনাথ কলেজের কমল চুরিওয়াল, দ্বিতীয় স্থানে ছিলেন লরেটো কলেজের আবিদা খান ও তৃতীয় হয়েছেন সুরেন্দ্রনাথ কলেজের তৌহিদ আমান। অনুষ্ঠান সম্পর্কে জাতীয় সেবা প্রকল্পের কলকাতা জেলার আধিকারিক অধ্যাপিকা নুপুর রায় বলেন – ‘এক ভারত – শ্রেষ্ঠ ভারত’ মূলত এই ভাবনা -কে সামনে রেখে, ছাত্র – ছাত্রীদের মধ্যে দেশের প্রতি দায়বদ্ধতা ও ভালবাসা গড়ে তোলার জন্যই আমাদের এই প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *