নিজস্ব সংবাদদাতা, Todays Story: এবারের মতো লোকসভায় প্রার্থী দেওয়ার কাজ শেষ করল বামেরা। বুধবার সাত দফায় তারা শেষ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই প্রথম উলুবেড়িয়ায় প্রার্থী দেয়নি তারা। কাঁথি ছাড়া হয়েছে কংগ্রেসকে। কিন্তু কাঁটা হয়ে রইল পুরুলিয়া।কারণ, কংগ্রেস প্রার্থী দেওয়ার পরেও ওই কেন্দ্রে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। ইতিমধ্যেই ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, সেখানে তাঁরাই বামফ্রন্ট। সেই দাবি খারিজ করেছে সিপিএম। সিপিএমের দাবি, বামফ্রন্ট চেয়ারম্যান যাঁদের নাম ঘোষণা করেছেন, তাঁরাই এবার লোকসভার প্রার্থী।বুধবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, বরাহনগর উপ-নির্বাচনে লড়াই করবেন সিপিআইএমের তন্ময় ভট্টাচার্য। তিনি প্রাক্তন বিধায়ক। কংগ্রেসের দাবি উড়িয়ে জয়নগরে প্রার্থী করা হল আরএসপির সোমেন্দ্রনাথ মণ্ডলকে। একইসঙ্গে প্রার্থী বদল করা হল বারাসতে। প্রবীর ঘোষের বদলে ওই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়।লোকসভা নির্বাচনের আগে বারাসতের প্রার্থী নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় বামেদের। অভিযোগ ওঠে বাম প্রার্থী হয়েও বিজেপির সঙ্গে যোগ রয়েছে। মূলত বিজেপির শিক্ষক সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগ ওঠে। বুধবার তাই ওই কেন্দ্রে প্রার্থী বদলাতে হল বামেদের।
এবারের মতো প্রার্থী তালিকা শেষ, কংগ্রেসকে কাঁথি ছাড়ল বামেরা

