এক কোটির বেশি লোক MSME-তে কর্মরত: মুখ্যমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলা এখন সারা বাংলার মডেল। এখানে এক কোটিরও বেশি মানুষ MSME-তে কাজ করছেন। মহিলা পরিচালিত MSME ক্লাস্টার বাংলায় সবথেকে বেশি। ১২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। ২৩ জেলার শপিং মল তৈরি করবে রাজ্য। যেখানে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের তৈরি জিনিস বিক্রি করবে।’