আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ  গ্রেফতার এক যুবক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির পুলিশ ফরাক্কার চন্ডিপুর এলাকা থেকে এক যুবকের কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, ধৃতের নাম রুবেল সেখ (২২), বাড়ি ফরাক্কার রানীপুর। গতকাল রাতে ফরাক্কার চন্ডিপুর এলাকায় অসৎ উদ্দেশ্যে ঘোড়াফেরা করছিলো এক যুবক। গোপন সুত্রে সেই খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশের একটি টিম নিয়ে তাকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করে। তারপর তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে সোমবার সকালে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। কোথায় থেকে এই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে আসছিলো তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ। ক্রাইম জিরো করতে ফারাক্কা থানার তৎপর সামনে 2026 সালে নির্বাচন সেদিকের লক্ষ্য রেখে ফারাক্কা থানার পুলিশ প্রশাসন একটি রয়েছে ফারাক্কা থানার আইসি সুজিত পাল পুলিশ প্রশাসনকে নিয়ে এলাকায় দলদারি কন্টিনিউ চলছে। পুলিশের এই ভূমিকায় ফারাক্কার শুভবুদ্ধি মানুষ অত্যন্ত গর্বিত মনে করছে পুলিশের কাজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *