২৬- এর নির্বাচনের আগে বিজেপির হাত শক্ত করতে বিরোধী ঐক্যের ডাক বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  সদ্য বিজেপির রাজ্য সভাপতি পদে আসীন শমীক ভট্টাচার্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ধর্ম, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক জোট হয়ে পতাকা ছাড়া শাসক বিরোধী ভোট পর্বে যোগদানের ডাক দিয়েছেন। প্রয়াত জ্যোতি বসুকে সম্মান জানিয়েও তিনি মুসলিম মৌলবাদ নিয়ে কড়া বার্তা দিলেন, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। শমীক ভট্টাচার্য বলেন, “পশ্চিমবঙ্গসহ সারা দেশেই মুসলিম মৌলবাদ চলছে।” তাঁর দাবি, “মুসলিম মৌলবাদ সারা বিশ্বে অভিশাপ।” এই মন্তব্যের মাধ্যমে তিনি সরাসরি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে ‘মৌলবাদের’ সঙ্গে যুক্ত করে এক বিভাজনমূলক রাজনীতির ইঙ্গিত দিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
শমীক ভট্টাচার্য এই ‘মৌলবাদ’ থেকে মুক্তির জন্য সব বিরোধী রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “কোনও একটি রাজনৈতিক দল মৌলবাদ থেকে মুক্তি দিতে পারবে না। মৌলবাদ থেকে মুক্তি পেতে সব দলকে এগিয়ে আসতে হবে।” তাঁর এই আহ্বান বিরোধী ঐক্যের এক নতুন সূত্রপাত করতে পারে, তবে তার শর্ত হিসেবে ‘মুসলিম মৌলবাদ’ থেকে মুক্তির বিষয়টিকে সামনে আনা হয়েছে।

error: Content is protected !!