📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজোগুলির মধ্যে বিখ্যাত ৬৬ পল্লীর দুর্গাপুজো। ২০২৫ – এ ৭৫ তম বর্ষ । ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে খুঁটি পুজো। প্ল্যাটিনাম জয়ন্তীতে প্রতিমার দায়িত্বে রয়েছেন রাজেশ মাইতি। থিম – শক্তিরূপা। শিল্পী গোপাল পোদ্দারের সৃজনে সেজে উঠবে মন্ডপ। জোর তৎপরতার সঙ্গে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি ।
