সাধারণ ধর্মঘটের সমর্থনে পর্ণশ্রী মোড়ে সিপিএম-এর পথসভা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী ৯ জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ ও ফেডারেশনসমূহের ডাকে আহ্বান করা সাধারণ ধর্মঘটকে সফল করার লক্ষ্যে আজ বেহালা পশ্চিমের ১৩১ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে বেহালা পর্ণশ্রী মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম নেতা কৌস্তুভ চ্যাটার্জি এবং তরুণাভ চৌধুরী। বক্তারা শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে সরকারের উদাসীনতা ও জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হন।

বক্তারা জানান, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, শ্রমিকের অধিকার খর্ব এবং কৃষক বিরোধী নীতির প্রতিবাদেই এই ধর্মঘট। সাধারণ মানুষকে বৃহৎ সংখ্যায় ধর্মঘটে শামিল হয়ে আন্দোলনকে জোরদার করার আহ্বান জানান তারা।

এদিনের পথসভায় স্থানীয় বাসিন্দাদেরও ভালো সাড়া পাওয়া যায় বলে জানিয়েছে সংগঠনের পক্ষ থেকে।

error: Content is protected !!