📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চলতি বছরে নির্ধারিত সময়ের আগেই সারা দেশে বর্ষা প্রবেশ করেছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশের দেখা মিলবে। আগামী সাতদিন সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও আজ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা
