জল ছাড়ার পরিমাণ বাড়াল কংসাবতীর সেচ দপ্তর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  জল ছাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল কংসাবতীর সেচ দপ্তর। গতকাল পর্যন্ত দশ হাজার কিউসেক করে জল ছাড়া হল। বাঁকুড়া ও পুরুলিয়ার উচ্চ অববাহিকায় লাগাতর বৃষ্টিপাত কারণে এমন সিদ্ধান্ত। এই জল ছাড়ার ফলে বাঁকুড়ার কিছুটা অংশ পশ্চিম মেদিনীপুরের আংশিক ও হুগলি জেলার গোঘাট খানাকুল সহ বেশ কিছু অংশে জল ঢোকার সম্ভাবনা রয়েছে। প্লাবিত হতে পারে বেশ কিছু এলাকা।

error: Content is protected !!