📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার নিজের জন্মদিনে জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়ের পর্দা তুললেন টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায়। এ দিন তিনি এবং তাঁর স্বামী যৌথভাবে বিচ্ছেদের সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা করেন।
সামাজিক মাধ্যমে সুস্মিতা ও তাঁর স্বামী একসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেন, যেখানে জানানো হয়, সম্পূর্ণ পারস্পরিক সম্মতিতে তাঁরা তাঁদের দাম্পত্য জীবনের ইতি টানছেন। ব্যক্তিগত মতভেদ ও পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাঁরা।
এই ঘটনায় অভিনেত্রীর বন্ধু এবং দেওর সায়ক চক্রবর্তীও প্রকাশ্যে তাঁদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘‘একজন বন্ধু ও পরিবারের সদস্য হিসেবে, ওদের সুখ-দুঃখের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। দু’জনকেই নতুন জীবনের জন্য শুভেচ্ছা।’’
টেলিপাড়ায় এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চর্চা। জন্মদিনের মতো এক বিশেষ দিনে এই সিদ্ধান্তে কেউ অবাক, কেউ বা বলছেন, সম্পর্কের ইতি টানার জন্য উপযুক্ত সময় খোঁজার প্রয়োজন হয় না।