UNESCO হেরিটেজ় তালিকায় এ বার দীপাবলিও

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বছর চারেক আগে, ২০২১ সালে বাংলার দুর্গাপুজো পেয়েছিল World Cultural Heritage-এর তকমা। এ বার ভারতের আরও এক উৎসব – দীপাবলি, এ বার জায়গা করে নিল সেই তালিকায়। এই খবরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দেশবাসীকে জানালেন শুভেচ্ছা।