SSC-র চাকরিপ্রার্থীকে পুলিশের লাথি, লাঠি ও গলাধাক্কার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: SSC-র চাকরিপ্রার্থীকে পুলিশের লাথি, লাঠি ও গলাধাক্কার প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য়। কলকাতা থেকে জেলা, দিকে দিকে আছড়ে পড়ল প্রতিবাদ। চাকরিহারাদের হয়ে গর্জে উঠলেন চিকিৎসক-শিল্পীরাও। বুধবারের ঘটনা কাউকে মনে করিয়ে দিয়েছে জালিয়ানওয়ালাবাগের জেনারেল ডায়ারের কথা। কেউ বলছেন, নির্দিষ্ট কোনও শিক্ষককে নয়, সমগ্র শিক্ষককুলের বুকে মারা হয়েছে। গতকালের ঘটনার প্রতিবাদে আজ সরব হয়েছিল বিরোধী দলগুলিও। ফুটবল খেলার মতো লাথি মেরেছে পুলিশ। মন্তব্য করলেন দিলীপ ঘোষ। অন্যদিকে নিজেদের অবস্থানে অনড় থেকে চাকরিহারাদের দিকেই আঙুল তুলে আসছে শাসকদল। চাকরি-সমস্যাটা, এটা সুপ্রিম কোর্ট জনিত সমস্যা, DI অফিসে গেছেন কেন? বললেন কুণাল ঘোষ।

error: Content is protected !!