SSC নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তল্লাশি অভিযান, নিউটাউন ও পার্ক স্ট্রিটে হানা ইডি আধিকারিকদের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: SSC নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তল্লাশি অভিযান। নিউটাউন ও পার্ক স্ট্রিটে হানা ইডি আধিকারিকদের। নিউটাউনে আইডিয়াল ভিলা আবাসনে ১৬টি ভিলা কেনা হয়। SSC নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে ভিলাগুলি কেনা হয়েছে, দাবি ইডিসূত্রে। এর সঙ্গে প্রসন্ন রায়ের যোগ থাকতে পারে বলে অনুমান ইডির। আইডিয়াল ভিলার প্রোমোটিং সংস্থা আইডিয়াল রিয়েল এস্টেটের পার্ক স্ট্রিটের অফিসেও তল্লাশি।