📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: SSC-তে শূন্যপদ বাড়তে পারে বলে ইঙ্গিত মিলল। সোমবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘নিয়োগ প্রক্রিয়া শেষ হোক। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর শূন্য পদ বানানো নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু যতক্ষণ না পুরো প্রক্রিয়া শেষ হচ্ছে, এই নিয়ে আইনিভাবে কোনও কথা বলব না। বলা উচিতও নয়।’ মন্ত্রিসভা এই বিষয়ে বিবেচনা করে দেখবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
SSC-তে বাড়তে পারে শূন্যপদ, মিলল বড় ইঙ্গিত

