SIR মামলায় বিহারের লিগাল এইড সেলকে বিশেষ নির্দেশ আদালতের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  বিহার SIR মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। চূড়ান্ত ভোটার তালিকায় বাদ যাওয়া ৩ লক্ষ ৬৫ হাজার মানুষের কাছে আবেদনের সুযোগ রয়েছে ১৭ অক্টোবর পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা ফ্রিজ হওয়ার আগে সর্বোচ্চ আদালত বিহারের লিগাল এইড সেলকে এই মানুষদের সহায়তা করার নির্দেশ দিয়েছেন।