📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘ব্লকে ব্লকে যেতে হবে BLA-দের। ভোটার তালিকা ধরে বাড়ি বাড়ি খোঁজ নিতে হবে। যে সকল ব্যক্তি ফর্ম ৬ ও ফর্ম ৮ জমা দিচ্ছেন। তাঁদের দিকে নজর রাখতে হবে। হাসি মুখে তাঁদের নাম তুলতে সাহায্য করতে হবে। শুনানির নোটিস পেয়েছেন কি না তাও নজর রাখতে হবে। শুনানিতে যাতে উপস্থিত থাকেন তাও সাহায্য করতে হবে। বাইরের লোকের নাম উঠছে না তো, তাও খেয়াল রাখতে হবে। বাড়ি বাড়ি যেতে হবে কাউন্সিলারদেরও। যে সব কাউন্সিলার কাজ করেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। BLO-এর সমস্যা সমাধানেও যেতে হবে কাউন্সিলারকে।’
SIR-এর পরবর্তী ভাগ নিয়ে BLA ১ এবং BLA ২-কে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

