📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: SIR-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে তাতে মৃত বলে দেখানো হয়েছিল ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে-কে। তা নিয়ে বিস্তর আলোড়ন পড়েছিল। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্টও তলব করেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তর। সেই ঘটনার রেশ থিতিয়ে পড়ার আগেই একই অভিযোগ উঠল হুগলি জেলাতেই। খসড়া তালিকায় আরও এক জীবিত ভোটারকে মৃত বলে ঘোষণার অভিযোগ চণ্ডীতলায়। অভিযোগ, ৩১ বছরের লাবণী ঘোষকে SIR-এর খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। কমিশনের এই ভুলে সরব লাবণী ঘোষ। এ ঘটনায় অবাক বিএলও রীতা পোড়েল। ঘটনায় শোরগোল পড়েছে।
SIR-এর খসড়া তালিকায় হুগলির জীবিত ভোটারকে মৃত দেখানোর অভিযোগ

