📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আজ ISS থেকে আনডকিং শুরু হবে। ১৪ জুলাই, বিকেল ৪.৩০টের সময় ISS থেকে রওনা দেবেন শুভাংশুরা। ১৫ জুলাই, বিকেল ৩টে নাগাদ শুভাংশুদের যান প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউন করবে। অপেক্ষায় প্রহর গুনছে শুভাংশুর পরিবার-সহ গোটা ভারত।
ISS থেকে আজ পৃথিবীর উদ্দেশে আজ রওনা হবেন শুভাংশু

