GST-তে  বড় ছাড়ের ঘোষণার পরেই তেজি শেয়ার বাজার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: GST-তে  বড় ছাড়ের ঘোষণার পরেই তেজি শেয়ার বাজার। বাজার খুলতেই ৫৫০ পয়েন্টের বেশি বাড়ল সেনসেক্স।১৫০ পয়েন্টের বেশি বাড়ল নিফটিও।আন্তর্জাতিক বাজারে ডলারের তুলনায় ১৭ পয়সা বাড়ল টাকার দাম।