📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বুধবার GST কাঠামোয় রদবদলের পর তৃণমূলের তরফে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, প্রথম দিন থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সতর্ক করেছিলেন, বিমার প্রিমিয়ামে কর চাপানোটা নৃশংস, জনবিরোধী। এটা মানুষের নিরাপদ ভবিষ্য়তের পথে বাধা হয়ে দাঁড়াবে এবং সঙ্কটের সময়ে আর্থিকভাবে ধ্বংস করে দেবে। শেষ অবধি নরেন্দ্র মোদি সরকার নতিস্বীকার করল। এই GST প্রত্য়াহার প্রমাণ করে দিল, বিজেপি কোণঠাসা হলেই পদক্ষেপ নয়। এধরনের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদে, রাস্তায় আমরা লড়াই চালিয়ে যাব।
GST কাঠামোয় রদবদলের পর কী বলছে তৃণমূল
