📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতদের দেহ শনাক্ত করার জন্য DNA পরীক্ষার পন্থা বেছে নিয়েছিল প্রশাসন। কারণ, অনেক দেহই ঝলসে গিয়েছিল। আমেদাবাদের সিভিল হাসপাতালের সুপার রাকেশ যোশী সোমবার জানান, এখনও পর্যন্ত ১১৯ জন মৃতের DNA ম্যাচ করেছে তাঁদের পরিজনের সঙ্গে। এর পরেই শনাক্ত হওয়া ওই ১১৯টি দেহের মধ্যে ৭৬টি তুলে দেওয়া হয়েছে তাঁদের পরিবারের হাতে। বাকি ৪৩ জনের দেহ ১৪ জনের দেহ মঙ্গলবার সকালে তুলে দেওয়া হবে তাঁদের পরিবারের হাতে।
DNA পরীক্ষায় আমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত ১১৯ জনের দেহ শনাক্ত
