📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: CAA আবেদনকারীদের নথি SIR-এ যুক্ত করতে দেওয়ার আবেদন মামলায় সামগ্রিক ভাবে কোনও নির্দেশ দিতে নারাজ হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বক্তব্য, কেউ নাগরিক হবেন কি না, CAA-তে আগে বিবেচনা হবে। তার পরেই SIR-এ তাদের যোগ নিয়ে কথা আসবে। এটা প্রত্যেক ব্যক্তির ব্যাপারে আলাদা আলাদা করে বিবেচনা করা হবে। সামগ্রিক ভাবে কোনও নির্দেশ দেওয়ার সুযোগ নেই। তাই জনস্বার্থ মামলায় খারিজ করল হাইকোর্ট।
CAA আবেদনকারীদের নথি SIR-এ যুক্ত করার আর্জি খারিজ করল হাইকোর্ট

