CAA আবেদনকারীদের নথি SIR-এ যুক্ত করার আর্জি খারিজ করল হাইকোর্ট

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: CAA আবেদনকারীদের নথি SIR-এ যুক্ত করতে দেওয়ার আবেদন মামলায় সামগ্রিক ভাবে কোনও নির্দেশ দিতে নারাজ হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বক্তব্য, কেউ নাগরিক হবেন কি না, CAA-তে আগে বিবেচনা হবে। তার পরেই SIR-এ তাদের যোগ নিয়ে কথা আসবে। এটা প্রত্যেক ব্যক্তির ব্যাপারে আলাদা আলাদা করে বিবেচনা করা হবে। সামগ্রিক ভাবে কোনও নির্দেশ দেওয়ার সুযোগ নেই। তাই জনস্বার্থ মামলায় খারিজ করল হাইকোর্ট।