📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও অন্তর্ভুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। শীঘ্রই নয়া এই ফিচার আসতে চলেছে বলে খবর। জানা যাচ্ছে, স্টোটাসের ছবিকে আরও আকর্ষণীয় এবং অভিনব করে তুলতেই নতুন এই এআই ফিচার আসতে চলেছে।
আপাতত পরীক্ষামূলকভাবে এই ফিচার আইফোনের জন্য শুরু করা হয়েছে। আগামী কয়েকমাসের মধ্যে পাকাপাকি ভাবে অ্যানড্রয়েড এবং আইফোনে এটি চলে আসবে। ঠিক কীভাবে কাজ করবে এই ফিচার? জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের স্টেটাস বিভাগে মেটা এআই দ্বারা পরিচালিত নতুন কিছু টুলস দেখা যাবে। সেগুলির মাধ্যমে তৎক্ষণাৎ স্টেটাসে দেওয়ার জন্য নির্বাচিত ছবি এডিট করতে পারবেন ইউজাররা। থাকবে আকর্ষণীয় কিছু এফেক্ট।
AI-এর ছোঁয়ায় এবার অভিনব হয়ে উঠবে স্টেটাস, নয়া ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

