মনিপুরে পরপর দুটি ভূমিকম্প, ৫.৭ মাত্রার কম্পনে উত্তর-পূর্বাঞ্চলে আতঙ্ক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মনিপুরে ৫ মার্চ, বুধবার পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য এবং উত্তর-পূর্বাঞ্চলের একাধিক এলাকা। প্রথম ভূমিকম্পটি রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ছিল এবং সকাল ১১:০৬ মিনিটে আঘাত হানে। ইম্ফল পূর্ব জেলার ইয়াইরিপক থেকে ৪৪ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল, যা প্রায় ১১০ কিলোমিটার গভীরে ছিল বলে শিলং-এর আঞ্চলিক ভূমিকম্প কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন।
আসাম, মেঘালয় সহ উত্তর-পূর্বাঞ্চলের আরও কিছু অঞ্চলেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। এর পর দুপুর ১২:২০ মিনিটে দ্বিতীয় একটি ৪.১ মাত্রার ভূমিকম্প মনিপুরের কামজং জেলায় আঘাত হানে। এই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৬৬ কিলোমিটার।

error: Content is protected !!