📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভূতুড়ে ভোটার খুঁজতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল। ভোটার লিস্টের শুদ্ধি করণ ঘটাতে বাড়ি বাড়ি স্ক্রুটনী চলছে। সম্প্রতি দলের রাজ্য সম্মেলন থেকে বিজেপির বিরুদ্ধে এ নিয়ে সুর চড়িয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন বিজেপি অভিযোগ করত যে, তৃণমূল অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে, এখানকার বৈধ নথি তৈরি করে ভুয়ো ভোটার তৈরি করছে কিন্তু এখন ভুয়ো ভোটারের অভিযোগে তৃণমূলের নিশানায় বিজেপি।

তবে যে অভিযান তৃণমূল শুরু করেছে তা আসলে হিন্দী ভাষী ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত বলেই মনে করছেন বিজেপি নেতা তথা ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুয়েস্টিক মনোরিটিস সংগঠনের রাজ্য সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। Todays Story News কে তিনি এ বিষয়ে জানিয়েছেন, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সার্ভে চালাচ্ছে সেখানে মূলত হিন্দিভাষী, আদিবাসী, মতুয়া সম্প্রদায়, নেপালি মানুষজন থাকে। যারা এখানে বংশ পরম্পরায় বছরের পর বছর ধরে বসবাস করছে কিন্তু অরিজিন অন্যত্র তাদেরকে বহিরাগত তকমা দিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবর আমরা দেখছি মূল টার্গেট হিন্দিভাষী মানুষজন। এতদিন বহিরাগত বলে এসেছেন আর এখন যাতে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া যায় সেই চেষ্টা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে।