📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সাত সকালে লাইট পোস্ট থেকে আগুন ছড়াল হরিদেবপুরের করুণাময়ী ঘাট রোডে। কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। সকাল ৭টা নাগাদ লাইট পোস্ট থেকে আগুন পড়ে। ঘিঞ্জি এলাকা, গায়ে গায়ে বাড়ি। লাইট পোস্টের সংলগ্ন ফিডার বক্স। সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দমকলের ২টি ইঞ্জিন একঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এলাকাবাসীর অভিযোগ, দমকল সময় মতো আসেনি। এলাকায় তারের জঙ্গল, যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।
সাত সকালে লাইট পোস্ট থেকে আগুন ছড়াল হরিদেবপুরের করুণাময়ী ঘাট রোডে

