এবার ভিনরাজ্যের সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানা


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এবার ভিনরাজ্যের সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানা। এক্স হ্যান্ডল ও টেলিগ্রামে ব্যক্তিগত তথ্য সোশাল সাইটে আপলোড করে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার করা হল গুজরাত, রাজস্থান ও মহারাষ্ট্রের ৩ বাসিন্দাকে । পুলিশ সূত্রে খবর, মাসখানেক আগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ দায়ের করেন বসন্ত মাঘেশ্বরী নামে এক বিনিয়োগ পরামর্শদাতা। তদন্তে নেমে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের থেকে বাজেয়াপ্ত মোবাইল ফোন, ল্যাপটপ ও বেশ কয়েকটি ডেবিট কার্ড।