📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বসন্তেও উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ। আজ ও কাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হতে পারে ভারী বৃষ্টি। পাশাপাশি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশেপাশে, ২২ ডিগ্রির কাছে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৪ ডিগ্রিতে।
ফেব্রুয়ারিতেই ৩০ ছুঁল কলকাতার তাপমাত্রা
