কংগ্রেসের লালবাজার অভিযানে পুলিশি বাধা, আটক


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সাম্প্রতিক শহর কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে যে ভাবে আইন শৃঙ্খলার অবনতি দিনে দিনে বেড়ে উঠছে, তাতে শহরবাসী আতঙ্কিত। কোথায় সুরক্ষা? কে দেবে সুরক্ষা? মহিলাদের নিরাপত্তা কোথায়? ভাবাচ্ছ একের পর এক ঘটনা। পুলিশের নাকের ডগায় বেআইনি অস্ত্র কারখানা যেভাবে গজিয়ে উঠছে, বাড়ছে চুরি-ছিনতাই, দিকে দিকে নেশার ঠেক সবই রমরমিয়ে চলছে, পাশাপাশি আরজিকর, ট্যাংরা, পানাগড়, সোদপুর, কুমোরটুলির মত খুন ও দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। City of Joy দিনে দিনে City of ভয়-এ পরিণত হচ্ছে। আর এই প্রেক্ষাপটে কলকাতা পুলিশের অকর্মন্যতা ও ব্যর্থতার বিরুদ্ধে আজ মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি সুমন পালের নেতৃত্বে লালাবাজার অভিযান করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, রাণা রায়চৌধুরী, তাপস মজুমদার, সাহিনা জাভেদ, দেবজ্যোতি দাস, তপন আগরওয়াল প্রমুখ। এদিন দুপুর ২:৩০টা নাগাদ হিন্দ সিনেমার সামনে থেকে মিছিল বের হয়। মিছিল গনেশ চন্দ্র এভিনিউ হয়ে ব্যেন্টিংস্ট্রীট পৌঁছলে বিশাল পুলিশ বাহিনী ব্যরিকেট দিয়ে কংগ্রেসের মিছিল আটকায় ও টেনে হিঁচড়ে নেতৃত্বদের আটক করে ও ছত্রভঙ্গ করে। পরে তাদের লালবাজার, কাশীপুর, হেয়ারস্ট্রিট সহ বিভিন্ন থানায় আটক করে নিয়ে যাওয়া হয়।

error: Content is protected !!