📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: CBI তদন্ত নিয়ে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন। সুবিচার পেতে এবার দিল্লি গেলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। সেখানে গিয়ে CBI-এর ডিরেক্টরের সঙ্গে দেখা করবেন বলে তাঁরা জানিয়েছেন সঙ্গে যাচ্ছেন আইনজীবী ও চিকিৎসকরা। নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ, তাঁরা ন্যায়বিচার পাননি। CBI তদন্তেও তাঁরা মোটেই সন্তুষ্ট নন। এমনভাবে তদন্ত হয়েছে, মেয়ের ডেথ সার্টিফিকেটই পাইনি, CBI-এর উপর ক্ষোভপ্রকাশ পরিবারের। দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে ই-মেল করেছিলেন, নিহত চিকিৎসকের মা-বাবা। সময়াভাবে দেখা করা সম্ভব নয়, জানানো হয়েছে রাষ্ট্রপতিভবনের তরফে
সুবিচার পেতে এবার দিল্লি গেলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা
