চাকরি বিক্রি! CBI এর চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জি, পাল্টা ওপেন চ্যালেঞ্জ মমতার ভাইপোর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায়, CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে এবার জনৈক অভিষেক ব্যানার্জির নাম। কে এই অভিষেক ব্যানার্জি? সিবিআই-এর চার্জশিটে তা স্পষ্ট করা হয়নি। আর এদিন নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মিসভা থেকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বলেন, ‘CBI-এর ২৮ পাতার চার্জশিটের ২ জায়গায় আমার নাম। বাকি আর কিছু নেই, CBI-ED ভাববাচ্যে কথা বলছে। আমি সময়ে সময়ে কথা পাল্টাই না। ৫ বছর আগেও বলেছি আমার বিরুদ্ধে যদি এক কুচিও প্রমাণ ইডি সিবিআই আদালতে দিতে পারেন তাহলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।’

প্রসঙ্গত, CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম থাকা নিয়ে তোলপাড় হচ্ছে বঙ্গ-রাজনীতি। সম্প্রতি, প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে CBI। এই চার্জশিটের ১২ নম্বর পাতায় একটি অডিও ক্লিপের কথোপকথনের বিস্ফোরক দাবি করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, বেআইনি নিয়োগ নিয়ে অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অডিওতে শোনা যাচ্ছে, সুজয়কৃষ্ণ ভদ্র বলছেন, যে বেআইনি নিয়োগগুলো ইতিমধ্যে হয়ে গেছে, তার জন্য অভিষেক ব্যানার্জি ১৫ কোটি টাকা চেয়েছেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায়, ED-র পাশাপাশি তদন্ত করছে CBI-ও। এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটের ১৩ নম্বর পাতায় CBI-এর তরফে দাবি করা হয়েছে, কথোপকথন থেকে এটাও জানা গেছে যে, এক ব্য়ক্তিকে হুগলির বলাগড়ে পছন্দের পোস্টিং পাইয়ে দিতে জেলার তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদের (DPSC) চেয়ারম্যানকে ফোন করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়।তদন্তে উঠে আসে, অবিলম্বে প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার জন্য হুগলির তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদের (DPSC) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন মানিক ভট্টাচার্য এবং পার্থ চ্যাটার্জি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে ED গ্রেফতার করেছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত। তবে, CBI-এর মামলায় তিনি সুপ্রিমকোর্টের রক্ষাকবচে আছেন। সিবিআই-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্যর নামের সঙ্গে উল্লিখিত অভিষেক ব্যানার্জি কে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

error: Content is protected !!