নন্দীগ্রামে শিব উপাসনায় শুভেন্দু অধিকারী


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মহা শিবরাত্রির পুণ্য তিথিতে নন্দীগ্রামের রেয়াপাড়া শিবমন্দিরে দেবাদিদেব মহাদেবের জলাভিষেক করে সকলের মঙ্গল প্রার্থনা করে পুজো দিলেন বিধায়ক তথা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এদিন প্রসাদও বিতরণ করতে দেখা গেল তাকে।