📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান (Bangladesh army chief) ওয়াকার-উজ-জামান (Waker-UZ-Zaman) সেনাবাহিনীকে আরও নিষ্ঠা ও পারদর্শিতার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আর্জি জানিয়েছেন। সোমবার ঢাকা সেনা নিবাসে (Army head quarter) এক অনুষ্ঠানে ওয়াকার-উজ- জামান বলেন, ‘আমরা ভাবছিলাম, দ্রুত কাজ শেষ করে সেনা বাহিনীকে ক্যান্টনমেন্টে (cantonment) ফিরিয়ে নেব। কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমাদের ধৈর্য রাখতে হবে। পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। যতদিন না পর্যন্ত একটা নির্বাচিত সরকার আসে, আমাদের এই কাজটি ধৈর্যের সঙ্গে করে যেতে হবে।’