ছিলেন স্বামী-স্ত্রী, এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী! সম্পত্তিতে এগিয়ে সুজাতা না সৌমিত্র?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একদা স্বামী স্ত্রী থাকলেও বর্তমানে রাজনৈতিক ময়দান তাঁদের জন্য আলাদা হয়ে গিয়েছে। চলতি লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে একে অপরের বিরুদ্ধে প্রার্থীও হয়েছেন। ফলে লড়াইয়ের ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ BJP প্রার্থী সৌমিত্র খাঁ এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। তবে সম্পত্তির নিরিখে প্রাক্তন স্ত্রীকে পিছনে ফেলে দিয়েছেন সৌমিত্র। নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, গত অর্থবর্ষে সৌমিত্র খাঁয়ের আয় ১৬ লাখ ৫২ হাজার ৭১২ টাকা। এবং হাতে রয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। শেয়ার বাজারেও বিনিয়োগ করেন। সবমিলিয়ে মোট সম্পত্তি ৪৪ লাখ ১৮ হাজার ৮৪৯টাকা। রয়েছে ২টি গাড়ি, গয়না এবং স্থাবর সম্পত্তি। তবে ২২ লাখ ৫০ হাজার টাকার ঋণও রয়েছে তাঁর।অন্যদিকে সুজাতার গত অর্থবর্ষে আয় ৪ লাখ ৬৩ হাজার ৫৫০ টাকা। তাঁর কাছে ১৮ হাজার টাকা নগদও রয়েছে। এছাড়াও গাড়ি ও গয়নাও রয়েছে। সব মিলিয়ে ৬১ লাখ ৯হাজার ৭৫৩টাকার সম্পত্তি রয়েছে তাঁর।২০১৬ সালে সুজাতার সঙ্গে বিয়ে হয় সৌমিত্র খাঁয়ের। তারপর ২০১৯ সালে তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। লোকসভা নির্বাচনে টিকিট পান সৌমিত্র। যদিও স্থানীয় এলাকার বাসিন্দারা বলেন, ২০১৯ সালে লোকসভা ভোটে সৌমিত্রর জেতার পিছনে বড় অবদান ছিল সুজাতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *