📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৩ মার্চ শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। তার আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দ্রুত প্র্যাক্টিক্যাল ও প্রজেক্টের নম্বর জমা দেওয়ার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ফের খোলা হয়েছে পোর্টাল। হাতে রয়েছে মাত্র আট দিন।
সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৫-এর উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যবহারিক ও প্রকল্পের নম্বর অনেক শিক্ষা প্রতিষ্ঠানই জমা দেয়নি। কেউ কেউ পড়ুয়াদের ভুল নম্বরও দিয়েছে। তাই পুনরায় পোর্টাল খোলা হয়েছে আজ থেকে।
প্রতিষ্ঠানগুলি https://wbchseexam.wb.gov.in:8080/exisMarks/-এ ঢুকে ২৮ তারিখের মধ্যে নম্বর সংশোধন ও নতুনভাবে নম্বর নথিভুক্ত করতে পারবে।
সংসদের তরফে জানানো হয়েছে, যদি কোনও প্রতিষ্ঠান নির্ধারিত এই সময়ের মধ্যে ব্যবহারিক ও প্রকল্প নম্বর জমা দিতে বা সংশোধন করতে ব্যর্থ হয়, তবে প্রতিটি পরীক্ষার্থীর জন্য এক হাজার টাকা করে জরিমানা দিতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের সংসদের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে নম্বর জমা দিয়ে আসতে হবে।

