বসন্ত উৎসব নিয়ে তৎপরতা বিশ্বভারতীর, জরুরি বৈঠকে কর্তৃপক্ষ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শান্তিনিকেতনের পৌষ মেলার পর এ বার বসন্ত উৎসব নিয়ে তৎপরতা বিশ্বভারতীর। ফি বছর কী ভাবে বসন্ত উৎসব হবে? কী ভাবে ভিড় নিয়ন্ত্রণ করা হবে? আদৌ এ বছর বসন্ত উৎসব করা যাবে কি? এই সমস্ত বিষয়ে শুক্রবার বৈঠকে বসতে চলেছেন বিশ্বভারতীর কর্মী পরিষদের সদস্যরা।

বিশ্বভারতীর বসন্ত উৎসব ও পৌষমেলা দেশ-বিদেশের পর্যটক-সহ রাজ্যে জনপ্রিয়। এ দিনগুলিতে বোলপুরে জড়ো হন লক্ষ লক্ষ মানুষ। উৎসব মুখর হয়ে ওঠে গোটা জেলা। তবে ২০২০ সালে করোনা মহামারীর কারণে তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আপত্তিতে পৌষ মেলার পাশাপাশি বন্ধ হয়ে যায় বসন্ত উৎসবও।করোনাকাল শেষ হলেও ২০২১, ২২ ও ২৩ সালে হয়নি বসন্ত উৎসব। গতবছর ঘরোয়া ভাবে ছাত্রছাত্রী এবং কর্মীদের নিয়েই আয়োজন করা হয়েছিল বসন্ত বন্দনার। বিশ্বভারতীর উপাচার্য, সমস্ত ভবনের অধ্যক্ষ, রেজিস্ট্রার, কর্মী ও কর্মী সংঘের সদস্যরা অংশ নিয়েছিলেন অনুষ্ঠানে।

বিশ্বভারতীর ক্যাম্পাসে শোভাযাত্রা, সাংস্কৃতিক ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গত বছর দোল উৎসব পালন হয়েছিল। সংগীত ও নৃত্য পরিবেশন হলেও ছিল না আবির ও রং খেলার অনুমতি। এই অনুষ্ঠানে প্রবেশধিকার ছিল না স্থানীয় বাসিন্দা, পর্যটক ও বহিরাগতদের। কর্তৃপক্ষের এই আচরণে ক্ষুব্ধ হন স্থানীয়রা।তবে এ বছর বসন্ত উৎসব নিয়ে তৎপরতা বিশ্বভারতী কর্তৃপক্ষের। এ দিনের বৈঠকে উপস্থিত থাকবেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন-সহ অন্যান্য আধিকারিক ও কর্মী পরিষদের সদস্যরা। এই বৈঠক থেকে বসন্ত উৎসব নিয়ে ইতিবাচক প্রস্তাব কি উঠে আসবে? সেটাই এখন দেখার।

error: Content is protected !!