📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গিয়ান ব্যারে সিনড্রোম নিয়ে সতর্ক রাজ্য সরকার। সমস্ত হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, গতকাল দু’ দফায় ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে জানতে চাওয়া হয়, গিয়ান ব্যারে সিনড্রোমে আক্রান্তের সংখ্যা কত, রোগীদের শারীরিক অবস্থা কেমন। হাসপাতালে নিউরোলজি বিভাগে অন্তত ২টি CCU বেড, শিশুদের জন্য পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ২টি বেড প্রস্তুত রাখতে বলা হয়েছে।
গিয়ান ব্যারে সিনড্রোম নিয়ে এবার বড় পদক্ষেপ রাজ্যের
