নৈহাটিতে শ্যুটআউট, আততায়ীর গুলিতে খতম তৃণমূল আশ্রিত দুষ্কৃতী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নৈহাটিতে ফের চলল গুলি। প্রকাশ্য দিবালোকে খুন হল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। তাকে তাড়া করে খুন করল দুষ্কৃতীদেরই অপর গোষ্ঠী। নিহত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর নাম সন্তোষ যাদব। এই ঘটনায় অর্জুন সিংকে দায়ী করেছেন নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে। পালটা এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ বলে দাবি করেছেন অর্জুনবাবু। শুক্রবার বিকেলে নৈহাটির ব্যানার্জিপাড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সন্তোষ যাদবকে লক্ষ্য করে গুলি চালায় আরেক দল দুষ্কৃতী। ৩টি গুলি লাগে সন্তোষের দেহে। ৩টি গুলিই লাগে মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পর তাঁর দেহ নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় নৈহাটির বিধায়ক সনৎ দে।

তিনি বলেন, সন্তোষ আমাদের একনিষ্ঠ কর্মী ছিল। ওকে মারতে লোকসভা নির্বাচনের পর থেকে অর্জুন সিং লোক লাগিয়েছিল। এর আগেও ওর ওপর হামলা হয়েছে। এবার ওকে একেবারে শেষ করে দিল। পালটা অর্জুন সিংয়ের দাবি, বিকাশ নামে এক দুষ্কৃতীর সঙ্গে বিবাদের জেরে খুন হয়েছে সন্তোষ যাদব। বছর দুয়েক আগে বিকাশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল সন্তোষ। কিন্তু বিকাশ বেঁচে যায়। তার পর থেকে দুপক্ষের মধ্যে বিবাদ চলছিল। গত কয়েকদিনে সেই বিবাদ চরমে পৌঁছয়। ২ পক্ষের সংঘর্ষের জেরে পুলিশেও অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবারও সংঘর্ষ হয়েছে। তার পর ২ পক্ষ যখন থানায় যাচ্ছিল তখন এই ঘটনা ঘটেছে। সনৎবাবু জানিয়েছেন, সন্তোষ যাদবকে লক্ষ্য করে এদিন প্রথম গুলি চলে গৌরীপুর পানিট্যাঙ্কি এলাকায়। সেখানে ১ রাউন্ড গুলি চালায় আততায়ীরা। তবে গুলি লাগেনি। এর পর জোড়াবাড়ির সামনে আরও ৩ রাউন্ড গুলি চালায় তারা। তিনটি গুলির একটি লাগে কপালের ঠিক মাঝখানে। বাকি ২টি লাগে কপালে ও গালে।

error: Content is protected !!