বাজেটের দিন অর্থমন্ত্রীর শাড়িতে মধুবনী শিল্পের ছোঁয়া, উপহার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগের সাতটি কেন্দ্রীয় বাজেটে শিরোনামে এসেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের শাড়ি। প্রতিবারই ভারতীয় শিল্পকলার কোনও না কোনও ছাপ দেখা গিয়েছে তাঁর শাড়িতে। এ বারও তার ব্যতিক্রম হলো না। অষ্টম বাজেট পেশের দিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পরনে সোনালি পাড়ের অফ-হোয়াইট হ্যান্ডলুম সিল্কের শাড়ি। তার উপর মাছের মোটিফ এমব্রয়ডারি করা। মধুবনী ঘরানার শিল্পের ছাপ ফুটে উঠেছে তাঁর শাড়িতে। এই শাড়িটি তৈরি করেছেন পদ্ম পুরস্কারপ্রাপ্ত শিল্পী দুলারি দেবী। সংবাদমাধ্যম সূত্রের খবর, দুলারি দেবীই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এই শাড়িটি উপহার দিয়েছেন। নির্মলা সীতারামন এই বছরের কেন্দ্রীয় বাজেট যাতে তাঁর শাড়ি পরেই পেশ করেন, এমন আবেদন করেছিলেন শিল্পী। তাতে সাড়া দিয়েই উপহার পাওয়া শাড়িটি বেছে নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বিহারের ছোট একটি গ্রাম রান্তির বাসিন্দা দুলারি দেবী। প্রথাগতভাবে শিক্ষাগ্রহণ করেননি তিনি। সংবাদমাধ্যম সূত্রের খবর, মধুবনী শিল্পী মহাসুন্দরী দেবীর বাড়িতে কাজ করার সময় এই শিল্পের প্রতি আকৃষ্ট হন তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁর পথচলা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুলারি দেবীর কাজের প্রশংসা করেছিলেন।

বিহারের ছোট একটি গ্রাম রান্তির বাসিন্দা দুলারি দেবী। প্রথাগতভাবে শিক্ষাগ্রহণ করেননি তিনি। সংবাদমাধ্যম সূত্রের খবর, মধুবনী শিল্পী মহাসুন্দরী দেবীর বাড়িতে কাজ করার সময় এই শিল্পের প্রতি আকৃষ্ট হন তিনি। সেখান থেকেই শুরু হয় তাঁর পথচলা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুলারি দেবীর কাজের প্রশংসা করেছিলেন।প্রতিবছরেই বাজেটের দিন নজর কাড়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের শাড়ি। গত বছর তাঁর পরনে ছিল অন্ধ্রপ্রদেশের অফ-হোয়াইট মঙ্গলগিরি শাড়ি। ওই বছরেই অন্তর্বর্তী বাজেটের সময় তাঁর পরনে ছিল নীল রঙের হ্যান্ডলুম শাড়ি। ২০২৩ সালে ঘন লাল রঙের কালো-সোনালি রঙের টেম্পল বর্ডার শাড়ি। ২০২২ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বেছে নিয়েছিলেন ঘন বাদামি রঙের ওড়িশার বোমকাই শাড়ি। ২০২১ সালে বাজেট পেশের সময় তাঁর পরনে ছিল তেলঙ্গানার পোচমপল্লি শাড়ি।

error: Content is protected !!