📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নজির গড়ল কলকাতা। বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালের ছাদে রোগীদের জন্য চালু হল হেলিপ্যাড। যেখানে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে এয়ার লিফ্ট করে রোগীকে সরাসরি আকাশ পথে অতি দ্রুত নিয়ে যাওয়া হবে হাসপাতালে। শুক্রবার সাড়ে দশটা নাগাদ উদ্বোধন হয় দেশের প্রথম বেসরকারি এয়ারলিফট সিস্টেম যুক্ত হাসপাতাল পরিষেবার।
এখন প্রশ্ন উঠেছে, আমাদের পশ্চিমবঙ্গে সরকারি ভাবে এমন পরিষেবা আদৌও কি কোনোদিন সম্ভব ? জানান আপনাদের মতামত |
শহরের বুকে চালু হল এক অভিনব পদ্ধতি, এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে এয়ারলিফ্টে হাসপাতালে পৌঁছবেন রোগী
