📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং । পাসের হারে ২ নম্বরে পূর্ব মেদিনীপুর, তিনে কলকাতা । মাধ্যমিকে পাসের হার ৮৬.৩১ শতাংশ । গত বছরের তুলনায় বেড়েছে পাসের হার । প্রথম দশে আছেন ৫৭ জন । দক্ষিণ ২৪ পরগনা থেকে মোট ৮ জন পরীক্ষার্থী জায়গা পেয়েছেন তালিকায় । মাধ্যমিকের ৬০ শতাংশের বেশি পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন