গুলিকান্ডে তৎপর প্রশাসন! কাউন্সিলরের ওপর নজরদারির নির্দেশ স্থানীয় থানাকে


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা পুরসভার কাউন্সিলারদের নিরাপত্তার স্বার্থে, তাঁদের নিত্যদিনের কর্মসূচি থেকে শুরু করে তাঁরা কোথায়–কোথায় যান, আশপাশে কারা থাকেন সেদিকে নজর রাখতে হবে স্থানীয় থানাকে। কোনও কাউন্সিলারকে কেউ থ্রেট দিলে তা হাল্কা ভাবে নিলে চলবে না — এমনই নির্দেশ শহরের সব থানাকে সম্প্রতি দিয়েছে লালবাজার। যার ভিত্তিতে কাজও শুরু করে দিয়েছে থানাগুলি।