যশোরে অপহরণের পর স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধার, আটক ২

📝অনুব্রত সাহা মিঠুন, Todays Story: যশোরের চৌগাছায় ধীরেন্দ্র দে (৬৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার পর তাঁকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আটটার দিকে চৌগাছা খাদ্যগুদামের সামনে থেকে একটি মাইক্রোবাসে তাঁকে তুলে নেওয়া হয়। দুই ঘণ্টা পর রাত ১০টার দিকে ঝিকরগাছা থানাসংলগ্ন এলাকায় তাঁকে ছেড়ে দিয়ে পালিয়ে যান অপহরণকারীরা।
অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের আবু সাইদ আল মামুন ও যশোর সদর উপজেলার ইছালি গ্রামের ফিরোজ হোসেন।

error: Content is protected !!