📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: HIV/AIDS নিয়ে আজও কিছু ভ্রান্ত ধারণা আমাদের মনে গেঁথে রয়েছে। আরও একবার সেই ভুল ধারণা গুলো দূর করে সমাজে ছড়িয়ে দেওয়া হল সচেতনতার বার্তা। সঠিক চিকিৎসা পদ্ধতিতে যে HIV/AIDS আক্রান্ত রোগীও আর পাঁচটা মানুষের মতো সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে সেই বার্তাই তুলে ধরা হল চারুচন্দ্র কলেজের NSS,RRC ( রেড রিবন ক্লাব ) বিভাগের পক্ষ থেকে।

১ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় ওয়ার্ল্ড এইডস ডে। সমাজকে আরো একবার সচেতন করতে সম্প্রতি লেক মার্কেটে ওয়ার্ল্ড এইডস ডে পর্যবেক্ষণ করল চারুচন্দ্র কলেজের NSS ইউনিট, রেড রিবন ক্লাব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সমাজকে সচেতন করেন বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন চারুচন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা শ্রীমতি অনুরাধা ঘোষ মহাশয়া, শ্রীমতি পিয়ালি দাস,অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর WBSAP&CS Dept.H&FW,অধ্যাপিকা নুপুর রায়,এনএসএস প্রোগ্রাম অফিসার,চারুচন্দ্র কলেজ, অভিনেতা সৌম্য ব্যানার্জী, অভিনেত্রী দেবলীনা দত্ত, মল্লিকা বসু, অনিন্দিতা সরকার, অঙ্কিতা ব্রক্ষ্ম,৮৭ নং ওয়ার্ডের প্রেসিডেন্ট দেবাশিস বোস ও বিশিষ্ট সাংবাদিক বিপ্লব চক্রবর্তী। এদিন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল অরুণিমা হসপিস থেকে আসা বিশেষ শিশুরা। তারা তাদের উপস্থাপনার মাধ্যমে সচেতনতামূলক উক্ত অনুষ্ঠানের অংশ হয়ে ওঠে।
