📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতার একটি ব্যাঙ্ক-প্রতারণা মামলার তদন্তে শহরের বিভিন্ন জায়গায় ইডি-র হানা। গড়িয়াহাট, দমদম ক্যান্টনমেন্ট এলাকায় চলছে তল্লাশি। ২০২২ সালে SBI-এর তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়। তদন্তভার নেয় সিবিআই। সেই মামলাতেই আজ কনকাস্ট স্টিলের কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা। এই মামলাতেই দমদম ক্যান্টনমেন্ট এলাকায় রেস্ট কট আবাসনে ব্যবসায়ী সঞ্জয় গুপ্তর ফ্ল্যাটেও চলছে ইডি-র তল্লাশি।